ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাঙামাটি থেকে অস্ত্র, গুলি ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ২৯ জুন ২০১৭ | আপডেট: ১৮:০৩, ২৯ জুন ২০১৭

রাঙামাটির লংগদুতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার করেছে যৌথ বাহিনী।
লংগদু’র সদর ইউনিয়নের গলাছড়ি এলাকায় একটি আস্তানায় ১০-১৫ জনের একদল সন্ত্রাসী অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে ভোর ৪টা থেকে অভিযান শুরু করে যৌথবাহিনী। তবে, সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই আস্তানা থেকে দু’টি একে-৪৭ রাইফেল, একটি চায়নিজ রাইফেল, একটি অটোমেটিক রাইফেল, একশ’ ৫২ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন, ৫ সেট সেনাবাহিনীর পোশাকসহ নথিপত্র উদ্ধার করা হয়।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি