ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ভারত সরকারের উপহার অ্যাম্বুলেন্স পেল চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্স

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৩, ১৩ জানুয়ারি ২০২২

লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার পেয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভারত সরকারের অর্থায়নে এ অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের এমপি ডা. প্রাণ গোপাল দত্ত। 

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন্নাহারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ ও উপজেলা চেয়ারম্যান তপন বকসী। 

পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি