ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সেফটি ট্যাঙ্কে পড়ে শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৪, ১৩ জানুয়ারি ২০২২

গাজীপুরের কোনাবাড়ীতে সেফটি ট্যাঙ্কে পড়ে আবদুল্লাহ রহমান ফরহাদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সেফটি ট্যাঙ্কটি অরক্ষিত অবস্থায় ছিল। 

বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ীর এলাকার রুবেলের সেফটি ট্যাঙ্কিতে পরে ওই শিশুর মৃত্যু হয়।

নিহত শিশু আব্দুল্লাহ রহমান ফরহাদ টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার সয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে দেওয়ালিয়াবাড়ী এলাকায় মা-বাবার সাথে ভাড়া বাসায় থাকতো।

পুলিশ জানা যায়, বৃষ্টির পানি ও ময়লা জমে থাকা সেফটি টাঙ্কির মুখ খোলা থাকায় সকালে দুটি শিশু খেলা করতে গিয়ে সেখানে পড়ে যায় ফরহাদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাহেরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি