কচুয়ার সহদেবপুর ইউপিতে পুনঃনির্বাচনের দাবি
প্রকাশিত : ১৭:২১, ১৩ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৭:৪৩, ১৩ জানুয়ারি ২০২২
ভোট জালিয়াতির অভিযোগ তুলে চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং সহদেবপুর (প:) ইউনিয়ন পরিষদে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবদুস সামাদ আজাদ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনারস প্রতীক নিয়ে পরাজিত প্রার্থী আজাদ এ অভিযোগ করেন।
নির্বাচনের ফলাফলে দেখানো হয়, নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫ হাজার ৯১৫ ভোট আর আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৭১ ভোট। অথচ এক কেন্দ্রের ফলেই রেজাল্ট সীট কেটে ৫০ ভোট কমানো হয়। প্রকৃতপক্ষে আনারস পেয়েছে ৫ হাজার ৯২১ ভোট আর নৌকা প্রতীক পেয়েছিল ৫ হাজার ৮৬৫ ভোট।
লিখিত বক্তব্যে আবদুস সালাম আজাদ বলেন, গত ৫ জানুয়ারি ৫নং সহদেবপুর (পশ্চিম) ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে আমি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি। অত্র ইউপিতে মোট ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬টি কেন্দ্রেই ব্যাপক অনিয়ম, জাল ভোট প্রদান, আনারস মার্কার এজেন্টদেরকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট গ্রহণ, রাত ৯ টা পর্যন্ত ৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা না করে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারীর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো : শাহজাহান, ৫ নং সহদেবপুর ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি মফিজুর রহমান, ইউপি আওয়ামী লীগের সদস্য মামুনুর রহমান ভূইয়া, নৌকা মার্কার প্রার্থী আলমগীর হোসেন, যুবলীগ নেতা আকতার মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, রকিব ভূইয়া প্রমুখ সংঘবদ্ধভাবে রিটার্নিং অফিসারের চারিদিকে জড়ো হয়ে ও রাজনৈতিক চাপ প্রয়োগ করে রিটার্নিং অফিসার এ এইচ এম শাহরিয়ার রসুলকে দিয়ে রাত ১টায় ফলাফল ঘোষণা করাতে বাধ্য করেন।
আরও জানানো হয়, খিলমেহের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার সেলিম পাটোয়ারী ভোট গণনা করে নৌকার প্রতীক ৩৮০, আনারস প্রতীক ৪৮০ ভোট, হাত পাখা প্রতীক ২৫ ভোট, মটরসাইকেল প্রতীক ১১ ভোট, ঘোড়া প্রতীক ৪১ ভোট দেখিয়ে কেন্দ্রের রেজাল্ট শীট তৈরি করেন এবং এজেন্টদের কাছ থেকে অগ্রীম স্বাক্ষর নিয়ে জোরপূর্বক বাহির করে দেন। বাহির করে দিয়ে পরবর্তীতে উদ্দেশ্য প্রনোদিতভাবে প্রিসাইডিং অফিসার আনারসের প্রাপ্ত মোট ভোট ৪৮০ এর পরিবর্তে ৪৩০ বসান যাতে ৫০ ভোট কমানো হয়। কিন্তু রেজাল্ট শীট কাটাকাটি করে সংশোধনকৃত জায়গায় প্রিসাইডিং অফিসার স্বাক্ষর করেননি।
এক কেন্দ্রের ফলাফলে এমন দৃশ্য দেখা যায়। এভাবে প্রায় সবগুলো কেন্দ্রেই একই রকম জালিয়াতি করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী আবদুস সামাদ আজাদ বলেন, ‘কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী আমার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি টাকা দেইনি বিধায় আমাকে নির্বাচনে হারাতে সবরকম অপকর্ম করেছেন তিনি।’
অভিযোগের বিষয়ে জানতে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারীকে ফোন দিলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এসি
আরও পড়ুন