ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে পিস্তল উঁচিয়ে মহড়া দেয়া সেই যুবক গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৭, ১৩ জানুয়ারি ২০২২ | আপডেট: ২১:৩৪, ১৩ জানুয়ারি ২০২২

খেলনা পিস্তলসহ আটক সুমন খলিফা

খেলনা পিস্তলসহ আটক সুমন খলিফা

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জ শহরে জেলা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘঠিত সংঘর্ষে পিস্তল উঁচিয়ে মহড়া দেয়া সুমন খলিফা (২৪)  নামের সেই যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) দুপুরে পৌর এলাকার মাছুমপুর উকিল মহল্লা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুমন খলিফা কোল গয়লা মহল্লার মৃত শামছু খলিফার ছেলে। আটককালে তাঁর কাছ থেকে ৫টি তাজা ককটেল ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। 

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ৩০ ডিসেম্বর জেলা বিএনপির সমাবেশ চলাকালে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে মহড়া দেয় এই যুবক। উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাঁকে চিহ্নিত করা হয়। আজ দুপুরে মাসুমপুর মহল্লার উকিল পাড়া থেকে সুমন খলিফা নামের ওই যুবককে আটক করা হয়েছে। এসময় তাঁর কাছ থেকে ৫টি তাজা ককটেল ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি