ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ১৪ জানুয়ারি ২০২২ | আপডেট: ১১:২২, ১৪ জানুয়ারি ২০২২

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের পর এক দিনের মধ্যে তা প্রত্যাহার করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ -বিআইডব্লিউটিএ।

তার বদলে পর্যটক সংখ্যা সীমিত রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে পর্যটকবাহী নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। 

দেশে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় বৃহস্পতিবার খুলনা থেকে সুন্দরবন ভ্রমণ, শিক্ষা সফর, বনভোজন, নৌভ্রমণ ও নৌবিহারে পর্যটকবাহী নৌযান ও লঞ্চগুলোর চলাচল ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

গত ১০ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী বিআইডব্লিউটিএ এর প্রধান কার্যালয়ের নির্দেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। 

তবে বৃহস্পতিবার রাতেই তা প্রত্যাহার করা হয়েছে জানিয়েছে বিআইডব্লিউটিএ। 

নতুন নির্দেশনায় বলা হয়েছে “সংক্রমণ রোধে নৌযানে পর্যটক সংখ্যা সীমিত রাখতে হবে। আর সরকার যেসব স্বাস্থ্যবিধি জারি করেছেন, সেসব মেনে চলতে হবে।”

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি