ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

যশোরে যুবকের প্যান্টে মিলল ১০ পিস স্বর্ণের বার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩০, ১৪ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৩:০৩, ১৪ জানুয়ারি ২০২২

যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকা থেকে এক কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ ইসমাইল হোসেন নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ইসমাইল বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার আকবর আলী গণমাধ্যমে স্বর্ণের বার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছিলেন তারা। এ সময ইসমাইল হোসেন নামের ওই যুবককে আটক করা হয়। 

এ সময় তার শরীর তল্লাশি করে প্যান্টের ভেতর কৌশলে লুকানো ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।

জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি ১৬৫ গ্রাম। যার বাজার মূল্য ৮২ লাখ ৫ হাজার টাকা।

আটক ইসমাইল দীর্ঘদিন ধরে চোরাচালানের সাথে জড়িত বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে.কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, আটক ইসমাইলকে থানায় হস্তান্তর করা হয়েছে। 

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি