ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

হাতিয়ায় ১৭৫ মণ জাটকা জব্দ!

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৫, ১৪ জানুয়ারি ২০২২ | আপডেট: ১২:৫৯, ১৪ জানুয়ারি ২০২২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর নলছিরা এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। পরে জব্দকৃত মাছগুলো ২০টি এতিমখানার শিক্ষার্থীসহ ২হাজার গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে ‘‘গোপন সংবাদের ভিত্তিতে নলছিরা এলাকায় অভিযান চালায় স্টেশন কোস্টগার্ডের একটি দল।

এ সময় নলছিরা ঘাটের মেঘনা নদী থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার থেকে ৬৪টি ঝুঁড়ি ভর্তি ১৭৫ মণ জাটকা মাছ জব্দ করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জাটকা মাছগুলো এতিমখানা ও গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা হয়। যার বাজার মুল্য প্রায় ২৫লাখ টাকা।’’

জব্দকৃত এসব জাটকা বিক্রির উদ্দেশ্যে চেয়ারম্যান ঘাট হয়ে আড়তে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান তিনি। 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি