ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নাটোরে ‘গণধর্ষণের’ শিকার শিক্ষার্থী

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪২, ১৪ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৪:২২, ১৪ জানুয়ারি ২০২২

নাটোরের নলডাঙ্গায় 'গণধর্ষণের' শিকার হয়েছেন এক শিক্ষার্থী। এ ঘটনায় ৫ বখাটেকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার ছাতনী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। 

আটকৃতরা হলো ছাতনী দিয়ার গ্রামের শরিফুল ইসলাম, মো: লিটন, নয়ন শেখ, রাজু এবং কাজল।

সদর থানার ওসি মুনসুর রহমান জানান, বৃহস্পতিবার  বিকেলে মায়ের ওপর অভিমান করে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকা থেকে খালার বাড়ি সদর উপজেলার ছাতনী এলাকা আসছিলেন ওই এসএসসি পরীক্ষার্থী। সন্ধ্যায় ছাতনী দিয়ার এলাকায় পৌঁছালে শহিদুল ইসলাম নামে এক বখাটে যুবকের সাথে তার পরিচয় হয়। পরে ওই বখাটে তাকে ভুলভাল বুঝিয়ে  তার খালার বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে ভাটপাড়া শ্মশানঘাট এলাকার একটি লেবু বাগানে নিয়ে যায়। সেখানে ৮ জন বখাটে তার ওপর নির্যাতন চালায়। 

এই খবর জানার পর পুলিশ ঘটনাস্থল থেকে ওই ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে এলাকায় অভিযান চালিয়ে ৫ বখাটেকে আটক করে। অপর তিনজন পলাতক রয়েছে।

ওসি মুনসুর রহমান আরো জানান, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং পলাতক তিনজনকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি