ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পৌষ-সংক্রান্তি উপলক্ষে গাজীপুরে বসেছে জামাই মেলা 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪০, ১৪ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

পৌষ-সংক্রান্তি উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইলে বসেছে জামাই মেলা। পৌষ মাসের শেষ দিনে সকাল থেকে রাত অবধি এই মেলা অনুস্থিত হয়ে থাকে। এই মেলা দেখতে প্রতি বছর এলাকাজুড়ে উৎসুক মানুষের ঢল নামে। 

পুরনো এই মেলাটি প্রতিবছর হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মেলা উপভোগ লোকজন আসেন। দূর-দূরান্ত থেকে আসেব সর্ববৃহৎ এই মাছের মেলা দেখতে। গাজীপুর ছাড়া টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে অনেক মানুষ কেবল এই মেলা উপলক্ষেই কালীগঞ্জে এসেছেন।

প্রতি বছর পৌষ-সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এ মেলা। মেলায় মাছ ছাড়াও আসবাবপত্র, খেলনা, মিষ্টি ইত্যাদির পসরা বসে। মাছের মেলায় সামদ্রিক চিতল, বাঘাড়, আইড়, বোয়াল, কালী বাউশ, পাবদা, গুলসা, গলদা চিংড়ি, বাইম, কাইকলা, রূপচাঁদা মাছের পাশাপাশি স্থান পেয়েছে নানা রকমের দেশি মাছও। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি