ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের ঈদগাঁওতে বাস চাপায় নিহত ২ 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৬, ১৪ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৯:৪৮, ১৪ জানুয়ারি ২০২২

কক্সবাজারের ঈদগাঁও বাসের চাপায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ৩ জন। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেল চারটার দিকে ঈদগাঁওর চান্দের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চকরিয়া উপজেলার জিশান (২৩) ও খুটাখালী এলাকার ছেনুয়ারা বেগম (৪৫)। আহতদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান রামু তুলাবাগান হাইওয়ে ক্রসিং থানার এসআই মুজিবুর রহমান।

তিনি জানান, চট্টগ্রামমুখী পূর্বাণী নামের যাত্রিবাহী একটি বাস কক্সবাজারমুখি যাত্রিবাহী সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ঘটনাস্থলে রয়েছে। দুমড়ে-মুচড়ে গেছে সিএনজি।

খবর পেয়ে উদ্ধার তৎপরতায় পৌঁছেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি