ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেগেটিভ সনদ থাকলেও ভারত ফেরত মা-ছেলে পজিটিভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ১৫ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ভারত থেকে করোনার নেগেটিভ সনদ নিয়ে দেশে ফিরেই করোনা পজিটিভ হয়েছেন পাসপোর্টধারী যাত্রী মা ও ছেলে। চিকিৎসা জন্য মেডিকেল ভিসায় গত মাসে ভারতে গিয়েছিলেন তারা। এ নিয়ে গত এক সপ্তাহে ভারত ফেরত ৭ বাংলাদেশি করোনা পজিটিভ হয়েছেন।

শুক্রবার (১৪ জানুয়ারি) বেনাপোল ইমিগ্রেশনে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। 

আক্রান্ত যাত্রীরা হলেন খুলনার মিতা বিশ্বাস ও তার ছেলে অনুপম বিশ্বাস। তাদের দুই জনকে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে নেওয়া হয়েছে।

জানা গেছে, তারা ভারত থেকে করোনা নেগেটিভ সনদ সঙ্গে এনেছিলেন। কিন্তু সন্দেহ হওয়ায় বেনাপোল ইমিগ্রেশনে নমুনা পরীক্ষা করা হলে পজিটিভ ধরা পড়ে। 

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল কর্মকর্তা সুভাশিষ রায় জানান, আক্রান্ত যাত্রীরা ভারত থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে বেনাপোল ইমিগ্রেশনে আসেন। এসময় মা ও ছেলের শরীরের তাপমাত্রা বেশি দেখা যায়। পরে তাদের নমুনা নিয়ে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হলে করোনা পজিটিভ ধরা পড়ে। 

পরে তাদের যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে নেওয়া হয়েছে।
তাদের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষার পরে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ইনচার্জ ওসি রাজু আহমেদ বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তারা গত মাসে মেডিকেল ভিসায় ভারতে যান।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি