ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যশোর জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মামুন খান

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৬, ১৫ জানুয়ারি ২০২২

সম্মাননা ক্রেস্ট নিচ্ছেন ওসি মামুন খান

সম্মাননা ক্রেস্ট নিচ্ছেন ওসি মামুন খান

Ekushey Television Ltd.

যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি মো. মামুন খান। এই থানায় যোগদান করার পর থেকেই পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেন তিনি। 

যশোর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার শ্রেষ্ঠ ওসি মো. মামুন খানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

পুলিশ সূত্র জানিয়েছে, মামলা তদন্ত, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ পুলিশের যাবতীয় কাজে চৌকশ দক্ষতার জন্য শ্রেষ্ঠ ওসি হিসেবে মো. মামুন খানকে নির্বাচিত করা হয়েছে।

অনুভূতি জানিয়ে ওসি মামুন খান বলেন, পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং ভালো কাজ করতে আরও উৎসাহী করবে। ভালো কাজ করার কমিটমেন্ট ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি