ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নাটোরে গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৬, ১৫ জানুয়ারি ২০২২

নাটোরে গণপরিবহনে চলাচলকারী অধিকাংশ মানুষই মানছেন না মাস্ক পরিধানসহ করোনাকালের স্বাস্থ্যবিধি। সরকারি নির্দেশনা থাকলেও সেদিকে কোন নজরদারী নেই প্রশাসনের। 

শনিবার সকাল থেকেই প্রতিটি গণপরিবহনে যাত্রীদের দেখা গেছে মাস্ক ছাড়া ভ্রমণ করতে। এমনকি গাড়ির চালক-হেলপারদেরও ছিল স্বাস্থ্যবিধি মানতে অনিহা। 

যাত্রীরা জানান, তারা তাড়াহুড়া করে বের হয়েছেন, ভুল করে মাস্ক পড়া হয়নি। এরপর থেকে মাস্ক ব্যবহার করবেন বলে জানান তারা। 

এদিকে, বাসচালক ও গাড়ির স্টাফরা জানান, যে সকল যাত্রী মাস্ক ব্যবহার করেননি তাদের মাস্ক সরবরাহ এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করে দেওয়া হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি