ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাবি অধ্যাপক হত্যা: আনোয়ারুলের ৩ দিনের রিমান্ড

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৮, ১৫ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৮:৪০, ১৫ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের কাশিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপিকা সাহিদা গাফফার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আনোয়ারুলকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

শনিবার বিকেলে অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর নির্বাহি ম্যাজিস্ট্রেট মেহেদী পাভেল সুইট এর আদালত এ আদেশ দেন। এর আগে গ্রেফতার আনোয়ারুলকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেন কাশিমপুর থানা পুলিশ। 

নিহত সাহিদা গাফফার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন। তিনি ২০১৬ সালে অবসর গ্রহণ করেন। তাঁর প্রায়ত স্বামী কিবরিয়াউল খালেকও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 

হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিহত সাহিদা গাফফারের ছেলে সাউথ ইফখার জহির বাদী হয়ে আনোয়ারুলকে আসামি করে কাশিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি