হিলিতে আরো কমেছে তাপমাত্রা, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ
প্রকাশিত : ২৩:০৫, ১৫ জানুয়ারি ২০২২ | আপডেট: ২৩:০৬, ১৫ জানুয়ারি ২০২২
দিনাজপুরের হিলিতে আগের দিনের তুলনায় তাপমাত্রা আরও কমেছে। কুয়াশা কিছুটা কম থাকলেও সাথে হিমেল বাতাস অব্যাহত থাকায় শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলেছে। বাড়তি শীতের কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর হতদরিদ্র ছিন্নমুল মানুষজন।
পথচারী ইব্রাহিম হোসেন বলেন, গত কালকের চেয়ে আজকে আরও বেশি শীত অনুভুত হচ্ছে। শীত থেকে বাঁচতে জ্যাকেট পড়েও কুলাচ্ছে না।
শ্রমিক ইসরাফিল হোসেন বলেন, গত কয়েকদিন শীত কিছুটা কমলেও বৃষ্টিপাত হওয়ায় গত দুদিন ধরে বাড়তি শীত পড়েছে। এই শীতের মধ্যে আমাদের মতো কাজের মানুষদের বেশি সমস্যা হয়ে গিয়েছে। তীব্র শীতের কারণে বাড়ি থেকে যেমন বের হওয়া যাচ্ছে না, আবার কাজ না করলেও আমাদের হচ্ছে না। যার কারণে কষ্ট করে হলেও বের হতে হচ্ছে। শীতের মধ্যে বের হয়ে গা হাত-পা জমে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর দিনাজপুর এর ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, আজ দিনাজপুর অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, যা গতকাল ছিল ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৩ শতাংশ, বাতাসের গতিবেগ ঘন্টায় ৩/৪ কিলোমিটার যা বেলা বৃদ্ধির সাথে সাথে ৬/৯ কিলোমিটার পর্যন্ত উন্নিত হতে পারে।
কেআই//
আরও পড়ুন