ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

শার্শায় অস্ত্র-গুলিসহ আটক ১ 

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০০:১১, ১৬ জানুয়ারি ২০২২

যশোরের শার্শা উপজেলার গোগা বাজার থেকে একটি ওয়ানশুটারগান ও তিন রাউন্ড গুলিসহ আলমগীর কবির (৩৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটক আলমগীর কবির শার্শা উপজেলার গোগা গ্রামের আইয়ুব আলীর ছেলে। 

শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে গোগা বাজার এলাকায় অভিযান চালিয়ে আলমগীর কবিরকে আটক করা হয়।
 
যশোর র‌্যাব-৬ এর লে. কমান্ডার নাজিউর রহমান জানান, তারা গোপন সংবাদ পায় গোগা বাজারের ডাচ্ বাংলার এজেন্ট ব্যাংকের পাশে রোকন ট্রের্ডাসের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ও অস্ত্র ব্যবসায়ী মাদকদ্রব্য ও অস্ত্র ক্রয়-বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আলমগীর কবিরকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, অস্ত্র আইনে মামলা দিয়ে র‌্যাব সদস্যরা আলমগীর কবির নামে একজনকে অস্ত্রসহ সোপর্দ করেছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি