ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালী পৌরসভায় ইভিএম’এ চলছে ভোটগ্রহণ 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩০, ১৬ জানুয়ারি ২০২২ | আপডেট: ১১:৩২, ১৬ জানুয়ারি ২০২২

নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। শীত উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রে এসে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন ভোটাররা।

রোববার সকাল ৮টায় পৌর শহরের পাবলিক কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. সহিদ উল্যাহ্ খান সোহেল। সকাল ৯টার দিকে সোনাপুর কারামতিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন বিএনপি সমর্থক স্বতন্ত্র মেয়র প্রার্থী শহিদুল ইসলাম কিরণ।

শীত উপেক্ষা করে ৮টা বাজার সঙ্গে সঙ্গে কেন্দ্রের ভেতরে নারী ও পুরুষ ভোটারের দীর্ঘলাইন ছিল চোখে পড়ার মতো। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও উল্লেখযোগ্য।

পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৭, কাউন্সিলর পদে ৬৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার ৭৫ হাজার ৭২৬ জন। 

সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার নিশ্চিত করতে ৭৫০ পুলিশ, ৪৫০ আনসার, ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র‌্যাব, পুলিশের ৪টি মোবাইল টিম, একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯ ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি