ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নির্বাচন কেন্দ্র থেকে গাঁজাসহ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২১, ১৬ জানুয়ারি ২০২২

নোয়াখালী পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের সামনে থেকে ফাহাদ বিন ইকবাল (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে কাগজে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার সকাল সাড়ে দশটার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ড মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত জয়কৃষ্ণপুর এলাকার ইকবাল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ওই কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল বলেন, সকাল ৮টা থেকে কেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে দশটার দিকে কেন্দ্রে প্রবেশের সময় ওই যুবককে জিজ্ঞাসাবাদে সন্দেহ হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে কাগজে মোড়ানো অবস্থায় গাঁজা পাওয়া যায়। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হবে। সকাল থেকে প্রতিটি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি