ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার করোনায় আক্রান্ত রাজশাহীর এমপি আয়েন উদ্দিন

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ১৬ জানুয়ারি ২০২২

সংসদ সদস্য আয়েন উদ্দিন

সংসদ সদস্য আয়েন উদ্দিন

Ekushey Television Ltd.

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও রাজশাহী-৪ আসনের এমপির পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। এর আগে আরও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

রোববার (১৬ জানুয়ারি) সকালে তার করোনা টেস্টে পজিটিভ এসেছে বলে ফোন পান তিনি। পরে  সংবাদ মাধ্যমকে বিষয়টি নিজেই নিশ্চিত করেন এই সংসদ সদস্য।

এমপি আয়েন উদ্দিন বলেন, ‘‘সংসদ অধিবেশনে যোগ দিতে সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। শনিবার আমিও করোনা পরীক্ষার জন্য নমুনা দেই। রোববার সকালে ফোন ও ক্ষুদে বার্তা পাঠিয়ে জানানো হয় আমার করোনা পজিটিভ এসেছে।”

দ্রুত সুস্থ্যতার জন্য সকলের দোয়া চেয়ে এমপি আয়েন আরও বলেন, ‘‘কয়েকদিন ধরে আমি সামান্য জ্বর ও সর্দি-কাশি অনুভব করছিলাম। এছাড়া আর কোন সমস্য নেই। আমি সুস্থ্য আছি এবং ন্যাম ভবনে থেকে চিকিৎসা নিচ্ছি।’’

সংসদ সদস্য আয়েন উদ্দিন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি করোনার দুই ডোজ টিকা নিয়েছে। এর আগে তিনি একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক। শুক্রবার পরীক্ষার জন্য নমুনা দিলে শনিবার তাদের করোনা পজিটিভ ফল আসে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি