ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নদী থেকে নারীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৬, ১৬ জানুয়ারি ২০২২

বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর নালায় মরিয়ম বেগম নামে এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, যৌন নির্যাতনের পরে বিষয়টি সবাইকে জানিয়ে বিচার চাইবেন বললে বিধবা মরিয়মকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় তারা।

রোববার দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৩ জানুয়ারি সন্ধ্যায় নদীর নালা থেকে মরিয়ম বেগমের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মরিয়মের ছেলে ইমরান অজ্ঞাতদের আসামি করে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার সকালে ক্লু লেস এই ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে স্বীকার করেছে যে, মরিয়ম বেগম ঘরে একা থাকায় তারা বিধবার মরিয়মের ঘরে ঢুকে তাকে যৌন নির্যাতন করেন। পরে মরিয়ম বিষয়টি সকলকে জানিয়ে বিচার চাইবেন বললে ঘর থেকে টেনে বের করে ওই দুই আসামি মরিয়মের মাথায় আঘাত করে হত্যা করে সন্ধ্যা নদীতে ফেলে দেয়, জানান পুলিশ সুপার শাহজাহান।

গ্রেপ্তারকৃতরা হলেন বাবুগঞ্জের ভূতেরদিয়া এলাকার সুমন ফকির ও শয়ন চন্দ্র শীল।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি