ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা, বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৪, ১৭ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে কনকনে ঠাণ্ডায় জনজীবনে নেমেছে দুর্ভোগ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অতিরিক্ত ঠাণ্ডায় বেড়েছে শীতজনিত রোগ। রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা।

আবহাওয়া অফিস জানায়, সোমবার জেলায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ অবস্থায় সময়মত কাজে বের হতে না পেরে দিনমজুর ও নিম্নআয়ের মানুষজন পড়েছে বিপাকে।
 
এদিকে, শীতের তীব্রতার সাথে সাথে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালে শয্যা না থাকায় তাদের ঠাণ্ডার মধ্যে মেঝেতেই বিছানা করে চিকিৎসা নিতে হচ্ছে। গত কয়েকদিনে ধরে শৈ্যেপ্রবাহ বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। 

সোমবার হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন প্রায় ৬৫ জনের মত, যাদের ৪০ জনই শিশু। 

হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে দায়িত্বরত এক নার্স জানান, শীতের কারণে কয়েকদিন ধরে ডায়রিয়া রোগীর সংখ্যা অনেক বেড়েছে। এসব রোগীর মধ্যে শিশুই বেশি। এখনও এই ওয়ার্ডে ৫০ জনেরও বেশি চিকিৎসা নিচ্ছেন। অতিরিক্ত রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা।

তবে, চিকিৎসার কোন ত্রুটি নেই। স্যালাইনসহ সবধরনের সাপোর্ট বাচ্চারাসহ সকলকে দেওয়া হচ্ছে, জানান তিনি।

কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. পুলক কুমার জানান, শীত বাড়ার সাথে সাথে ডায়রিয়া রোগীর প্রকোপ একটু বেড়েছে। এদের মধ্যে শিশুদের আক্রান্তের হার বেশি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি