ঢাকা, শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫

মহেশখালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন আ জ ম নাছির উদ্দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩০, ২৯ জুন ২০১৭ | আপডেট: ১৮:০২, ২৯ জুন ২০১৭

মহেশখালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।  
সকালে চট্টগ্রাম শহরের উপর দিয়ে প্রবাহিত মহেশখালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন মেয়র। সেসময় ভরাট হয়ে যাওয়া মহেশখালসহ অন্যান্য এলাকার নালা-নর্দমা থেকে দ্রুত আবর্জনা অপসারনের নির্দেশ দেন তিনি। মহেশখালের ভেতরের আবর্জনা তুলে পানি প্রবাহের পথ সুগম করার আশ্বাস দেন মেয়র। অচিরেই মহেশখালের মুখে পাম্প হাউসসহ স্লুইস গেইট নির্মাণ করে আশপাশের এলাকাকে জলাবদ্ধতা মুক্ত করার পরিকল্পনার কথাও জানান সিটি মেয়র।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি