ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২  

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৫৬, ১৭ জানুয়ারি ২০২২

ঠাকুরগাঁয়ে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, রুহিয়া থানার অধীন মহেশপুর থেকে যাওয়ার পথে আখানাগর ইউনিয়নের ঝাপর তলা নামক স্থানে ব্যাটারিচালিত আটোবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলে ইয়াসিন আলী (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি কানিকশালগাঁও গ্রামের শরিফউদ্দিনের ছেলে। 

এর আগে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল-পীরগঞ্জ সড়কের সহোদর গ্রামসংলগ্ন এলাকায় মোস্তফা সেট (৫৮) নামের এক কৃষক বাড়ির সামনে পাকা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির অটোরিক্সার ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এসময় আশপাশের লোকজন তাকে রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) লতিফ শেখ বলেন, দুর্ঘটনার পর অটোরিক্সাটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি তবে তার খোঁজ চলছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি