ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সোনারগাঁয়ে প্রাইভেটকার খাদে পড়ে ২ পুলিশ কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২১:০২, ১৭ জানুয়ারি ২০২২ | আপডেট: ২৩:৪৬, ১৭ জানুয়ারি ২০২২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পৌরসভার দত্তপাড়া এলাকায় প্রাইভেটকারটি খাদে পড়ে সোনারগাঁ থানার দুই উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ৭টার দিকে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

নিহতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা থানার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে কাজী সালেহ আহম্মেদ ও গোপালগঞ্জের চরভাটপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে এস এম শরীফুল ইসলাম। তারা সোনারগাঁ থানায় কর্তরত ছিলেন।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, রোববার সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেট কার থেকে ৪২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক হয়। পরে তাদের থানায় নিয়ে মামলা করা হয়। আজ বিকেলে ওই মামলার কাজে আদালতে যাওয়ার পথে দত্তপাড়া এলাকায় একটি গাড়িকে সাইট দিতে গিয়ে পুলিশের গাড়িটি খাদে পুকুরে পড়ে গাড়িটি মূহুর্তের মধ্যে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাজী সালেহ আহম্মেদ ও শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি