ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

চেয়ারম্যান পদে লড়ছেন একই দলের একই পরিবারের ৪ জন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২১, ১৮ জানুয়ারি ২০২২ | আপডেট: ০৯:৫৭, ১৮ জানুয়ারি ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরফকিরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে একই পরিবারের চার ৪ জন চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে অবতীর্ণ হওয়ায় সর্বত্র আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। 

এরা চরজন হচ্ছেন- বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন, সলিম উল্যাহ টেলু, জায়দল হক কচি এবং আশ্রাফ হোসেন রবেন্স। চরজনই পরস্পর পরস্পরের চাচাতো-জেঠাতো এবং মামাতো ভাই। 

রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে এদের মধ্যে বর্তমান ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, জয়দল হক কচি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, আশ্রাফ হোসেন রবেন্স চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সলিম উল্যা টেলু বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা।

জামাল উদ্দিন লিটন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী এবং তাঁর মনোনীত প্রার্থী। সলিম উল্যা টেলু, জায়দল হক কছি, আশ্রাফ হোসেন রবেন্স সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী। 

এদের মধ্যে জায়দল হক কচি উপজেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

একই দল ও পরিবারের চারজন চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রসঙ্গে জায়দল হক কচি বলেন, নৌকা প্রতীকের বিপরীতে প্রার্থীতা উম্মুক্ত থাকায় শুধু চরফকিরা ইউনিয়ন নয়, উপজেলার অন্য ৭টি ইউনিয়নেও আওয়ামী লীগের দলীয় মনোনয়নের বাইরেও একাধিক প্রার্থী হয়েছেন। নির্বাচনী ফলাফলে প্রমাণিত হবে এসব নেতার মধ্যে জনগণের কাছে কে কতটা জনপ্রিয়। 

ওই ইউনিয়নের ভোটার মহিউদ্দিন জাহাঙ্গীর এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, দলীয় বিভাজনের কারণে বিবদমান দু’গ্রুপ সমর্থিত প্রার্থী দেয়ায় একই দলের অন্যরাও প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছে। এতে প্রকৃত অর্থে আওয়ামী বলয়ের ভোট কয়েকভাগে বিভাজিত হচ্ছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি