ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নবাবগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে জরিমানা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৯, ১৮ জানুয়ারি ২০২২

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ না মানায় ঢাকার নবাবগঞ্জে ১০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১০ মামলায় ওই ১০ ব্যক্তির কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার উপজেলার বান্দুরা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল বলেন, স্বাস্থ্যবিধি অমান্যকারীদের সংক্রমক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে জরিমানা করা হয়েছে। 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে সচেতন করা এবং জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি