ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

তীব্র শীতে কুড়িগ্রামে ফসলের ব্যাপক ক্ষতি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৩, ১৮ জানুয়ারি ২০২২

উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডায় কুড়িগ্রামে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ঘন কুয়াশা আর মেঘে প্রায় সময়টাতেই ঢেকে থাকে গোটা জনপদ। ঘন কুয়াশার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।

কুয়াশার কারণে আমন বীজতলা নষ্ট হবার উপক্রম হয়েছে। অপরদিকে আলু গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে। তীব্র ঠাণ্ডার মধ্যে প্রতিদিন কীটনাশক ছিটিয়ে ক্ষেত রক্ষার চেষ্টা করছেন কৃষকরা।

এছাড়া তীব্র ঠাণ্ডা আর সূর্য ঠিকমত না উঠায় সরিষা ক্ষেতগুলোর দানা পুষ্ট হচ্ছে না। 

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস জানায়, মঙ্গলবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি