ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভান্ডারিয়ায় ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উদযাপন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১১, ১৮ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

শিশুদের কল্যাণে নিবেদিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি ভান্ডারিয়ায় বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় জাতীয় সংগীত পরিবেশন, ৫০ বছরের থিম সং ও বিশেষ স্মরণিকা প্রকাশ, তথ্যচিত্র প্রদর্শন,  সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা হয়।

আনুষ্ঠানে ভান্ডারিয়া এরিয়া ম্যানেজার মিল্টন সিং-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মানিক হালদার, দিনা পাটোয়ারী, আগষ্ঠিন সরকার, রিনো নাথ প্রমুখ। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি