ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

৯০ বছরে বিয়ে করে চমকে দিলেন আইনজীবী (ভিডিও)

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৪, ১৮ জানুয়ারি ২০২২ | আপডেট: ১২:৪৫, ১৯ জানুয়ারি ২০২২

৯০ বছর বয়সে বিয়ে করে চমকে দিলেন কুমিল্লার আইনজীবী মোহাম্মদ ইসমাইল। প্রবীণ বর ও মধ্যবয়সী কনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নগরজুড়ে এ নিয়ে শুরু হয় আলোচনা। নেটিজেনরা নবদম্পতিকে শুভকামনা জানিয়েছেন।

রোববার মিনোয়ারা বেগম নামের এক নারীকে বিয়ে করেন কুমিল্লার এই আইনজীবী।

একাকিত্ব জীবনের অবসান ঘটাতে পারিবারিক সিদ্ধান্তে এই বিয়ের আয়োজন। বিয়ে অনুষ্ঠানে আনুষ্ঠানিকতার কোন কমতি ছিলো না। বরযাত্রী হয়েছেন ছেলে, নাতিসহ আত্মীয় স্বজন ও পারিবারিক সদস্যরা। সেই সঙ্গে ছিলেন কুমিল্লা বারের আইনজীবীরাও।

বর কুমিল্লা আইনজীবী সমিতির ৫ বারের নির্বাচিত সভাপতি। প্রবীণ আইনজীবী মোহাম্মদ ইসমাইল ১৯৪৭ সালে ম্যাট্রিক পাস করেন। ১৯৪৯ সালে ইন্টারমিডিয়েট ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয় জীবনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান তাঁর সহপাঠী ও ফজলুল হক হলের রুমমেট ছিলেন।

সাত বছর আগে তার স্ত্রী মারা যান। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
 
আইনজীবী মোহাম্মদ ইসমাইল বলেন, ‘আমি সক্ষম মানুষ। এখনও কোর্টে যাই। বয়স আমার জন্য কোনো বাধা নয়। ইচ্ছাশক্তি ও সঙ্গীর জন্যই বিয়ে করি। আমাদের জন্য দোয়া করবেন।’

কনে মিনোয়ারা বেগম বলেন, ‘আমাদের জন্য দোয়া করবেন, যেন জীবনের শেষসময় পর্যন্ত ওনার পাশে থেকে সেবা করে যেতে পারি।’

পরিবারের প্রবীণ এ সদস্যের দেখভাল আর সঙ্গীর জন্য এমন বিয়ে দিতে পেরে সকলে উল্লসিত, জানান বরের নাতি, ঘটক ও আইনজীবীরা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি