ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, আটক ১ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৭, ১৮ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের ঘটনায় এক যুবককে আটক করেছে র‌্যাব। এতে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আটককৃত মুন্নাফ সিদ্দিকী ওরফে মুন্না (২৫) জেলার সলঙ্গা থানার নলকা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। 

র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর সহকারি পুলিশ সুপার জন রানা মঙ্গলবার দুপুরে পাঠানো প্রেস ব্রিফিংয়ে জানান, মুন্না পঞ্চগড়ের দেবীগঞ্জের এক মাদ্রাসা ছাত্রীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে সে মেয়েটিকে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখালে রাজি হয়নি। এক পর্যায়ে গত ১০ জানুয়ারী ওই মেয়েটি মাদ্রাসায় যাবার সময় রাস্তার উপর থেকে অপহরণ করে প্রেমিক। পরবর্তীতে ভিকটিমের পরিবার অনেক খোঁজাখুঁজি করে না পেলে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। 

এরই প্রেক্ষিতে মঙ্গলবার ভোর রাতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা সলঙ্গায় অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের মুল হোতা মুন্নাকে গ্রেফতার করে। পরে দুপুরের দিকে তাকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায় হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হয়।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি