ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাবিপ্রবির তিন’শ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪২, ১৮ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

প্রশাসনিক কাজে বাধা প্রদান, গুলিবর্ষণ এবং হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ এনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অজ্ঞাতনামা তিন'শ শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছে পুলিশ।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে সিলেটের জালালাবাদ থানায় এ মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল হান্নান।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ মামলায় কোনো শিক্ষার্থীকে গ্রেফতার করা হবে না। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এ মামলা করা হয়েছে। তাই উত্তেজিত হওয়ার কিছু নেই। ওই ঘটনায় পুলিশের অস্ত্র-গুলি গেছে, অনেক পুলিশ আহত হয়েছে, এসবের জাস্টিফিকেশনের জন্য মামলাটি করতে হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট বডির পদত্যাগসহ তিন দফা দাবিতে কয়েকশ’ ছাত্রী আন্দোলন শুরু করেন। এর প্রেক্ষিতে ১৬ জানুয়ারি শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করলে পুলিশ এসে তাদের লাঠিপেটা, গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

তবে এই নির্দেশ প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি