ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নৈশকোচে প্রাণ গেল পথচারীর, অকুল পাথারে পরিবার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৪, ১৮ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে একটি নৈশকোচের চাপায় প্রাণ হারান আব্দুল হামিদ (৫০) নামের এক পথচারী। মঙ্গলবার সকাল ৯টার দিকে সদর উপজেলার উনত্রিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ জগন্নাথপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের ধোদা মোহাম্মদের ছেলে। তাঁর এমন মৃত্যুতে একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে রীতিমত অকুল পাথারে নিহতের অসহায় পরিবার।

নিহতের ছোট ভাই রশিদুল জানান, সকালে তাঁর ভাই কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে পেছন দিক থেকে ইসলাম পরিবহন নামের একটি যাত্রীবাহী পরিবহণ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

তিনি আরও জানান, তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবারের উপর যেন আকাশ ভেঙ্গে পড়েছে। এখন আমাদের পরিবার কিভাবে চলবে ভেবে কোনও কুল পাচ্ছি না।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে ইসলাম পরিবহণ নামের ওই কোচটি পঞ্চগড়-তেঁতুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ঠাকুরগাঁও শহরে প্রবেশকালে চালক গাড়ীটির গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে এ দুর্ঘটনা ঘটে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি