ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

টঙ্গীতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৩, ১৮ জানুয়ারি ২০২২

গাজীপুরের টঙ্গীতে খেলার কথা বলে ঘরে ডেকে নিয়ে ৬ এবং ৯ বছরের দুটি শিশুকে ধর্ষণের অভিযোগে শামসুল হক ওরফে খোরশেদ (৫৬) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

৯৯৯-এ ফোনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে টঙ্গীর সাতাইশ এলাকার মকবুলের বাড়ির ভাড়াটিয়া খোরশেদকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি কিশোরগঞ্জের মাটিগান্ধাটিয়া গ্রামের। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎমিশ জানান- ৯৯৯-এ খবর পেয়ে একজন ভিকটিমকে উদ্ধারের পর আরও একজনকে ধর্ষণ করেছে বলে আমরা জানতে পারি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি