ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ছিনতাইয়ে বাধা দেয়ায় ঢাবি শিক্ষককে শ্বাসরোধে হত্যা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫১, ১৯ জানুয়ারি ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদা গাফ্ফারকে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নির্মাণ শ্রমিক আনারুল। টাকা ছিনিয়ে নিতে বাধা দেয়ায় শ্বাসরোধ করে শিক্ষককে হত্যা করা হয়, জানিয়েছে ঘাতক আনারুল।

মঙ্গলবার বিকালে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) জাকির হাসান। এর আগে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: নিয়াজ মাখদুমের আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আনারুল। 

শিক্ষক খুনের ঘটনায় গ্রেফতারকৃত নির্মাণ শ্রমিক আনারুলকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকালে আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, টাকা ছিনিয়ে নিতে বাধা দেয়ায় একাই শ্বাসরোধ করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

জিএমপি’র উপ-কমিশনার (অপরাধ-উত্তর) জাকির হাসান জানান, গত ১১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফফার নিখোঁজ হন। এ ঘটনায় তার নির্মাণাধীন বাড়ির নির্মাণ শ্রমিক আনারুলকে গত ১৩ জানুয়ারি রাতে গাইবান্ধার সাদুল্লাহপুর থেকে গ্রেফতার করা হয়। 

পরদিন গত ১৪ জানুয়ারি আনারুলের দেখানো মতে নিহতের লাশ গাজীপুরের কাশিমপুরের পানিশাইল এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবাসন প্রকল্পের একটি ঝোপের ভেতর থেকে উদ্ধার করা হয়।

আনারুলের দেয়া তথ্যের ভিত্তিতে নিহত অধ্যাপকের দুটি মোবাইল ফোন সেটও উদ্ধার করা হয়। 

এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে শনিবার আদালতে পাঠানো হয়। গাজীপুরের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মেহেদী পাভেল সুইট তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবারই পুলিশী হেফাজতে নেওয়া হয়। রিমান্ড শেষে আদালতে হত্যার কথা স্বীকার করে বর্ণনা দিয়েছে ঘাতক আনারুল।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি