ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

কভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৪৮, ১৯ জানুয়ারি ২০২২

সিরাজগঞ্জের বেলকুচির সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ডে কভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিএনজি যাত্রী জামাল (৬০) উদ্দিন পাবনা জেলার ঈশ্বরদী থানার মাড়মী গ্রামের মৃত কোরবান সরকারের ছেলে। 

আহতরা হলেন- কিপাত সরদার, হোসনে আরা, সাইফুল ইসলাম, নুরমহল ও শিশু আতিকা। 

তারা এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে। এছাড়া কভার্ড ভ্যান ও সিএনজি অটোরিক্সাটি থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি