ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিখোঁজের ১২ ঘন্টা পর বাগানে মিলল যুবকের মরদেহ 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৮, ১৯ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মো. হাবিবুল্লাহ হাওলাদার (১৮)। বুধবার বেলা ৭টার দিকে মধ্য বিশারীঘাটা গ্রামের কৃষক আউয়াল হাওলাদার নিজ বাড়ির বাগানে তার ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন।

মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টার দিকে হাবিবুল্লাহ তার মায়ের সাথে কথা বলে ঘর থেকে বের হয়ে যায়। প্রায় ১২ ঘন্টা নিখোঁজ থাকার পরে আজ সকালে বাগানে তার মৃতদেহ পাওয়া যায়।
 
এ বিষয়ে আউয়াল হাওলাদার বলেন, সারারাত খুঁজে হাবিবুল্লাহর কোন সন্ধান পাইনি। আজ সকাল ৭টার দিকে দেখি বাগানে পড়ে আছে। গলায় চাদার দিয়ে ফাঁস লাগানো।

এ বিষয়ে থানারওসি(তদন্ত) তুহিন মন্ডল বলেন, হাবিবুল্লাহর মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তার লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি