ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

শাহজাদপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধ-শতাধিক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৭, ১৯ জানুয়ারি ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলার বাঘাবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ইয়াছিন মোল্লা (৩৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের অন্তত অর্ধ-শতাধিক।

বুধবার বেলা ১২টার দিকে উপজেলার বাঘাবাড়ী দক্ষিণ পার গ্রামে এ ঘটনা ঘটে। 

শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল মজিদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাঘাবাড়ী দক্ষিণ পার গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। উভয় পক্ষের কমপক্ষে ২০টি মামলা বিচারাধীন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে আবারও বুধবার বেলা ১২টার পর থেকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে একটি পক্ষের একজন কৃষক নিহত হয়েছেন। দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি