ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

১০ বছর পালিয়ে থাকা মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২১:২২, ১৯ জানুয়ারি ২০২২ | আপডেট: ২১:২৪, ১৯ জানুয়ারি ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জ থানায় মামলা হওয়ার ১০ বছর পর এক পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতের নাম মো. কামাল হোসেন (৪০)।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কামাল হোসেন বেগমগঞ্জ উপজেলার ৬নং রাজগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাজুল্যাপুর গ্রামের উজির মিয়া পন্ডিত বাড়ির মৃত আব্দুল হাইয়ের ছেলে।

র‌্যাব-১১ (সিপিসি-৩) অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানি কমান্ডার) খন্দকার মো. শামীম হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামি মো. কামাল হোসেনের বিরুদ্ধে ২০১১ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা হয়। যা দায়রা নং-২৭৮/১১, জিআর-৭৯৬/১১ চলমান রয়েছে। আসামি কামাল গ্রেফতার এড়ানোর ভয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, মাদক মামলার এ পলাতক আসামিকে গ্রেফতার করা যাচ্ছিল না। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি