ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফাঁসিতে ঝুলে মাদ্রাসাছাত্রের মৃত্যু

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৪, ২০ জানুয়ারি ২০২২

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে নুরুন নবী (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। ভাড়াটিয়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে সাভার ট্যানারি ফাঁড়ি পুলিশ।

বুধবার (১৯ জানুয়ারি) বিকালে তেঁতুলঝোড়ার শাহী মসজিদের পাশে মীর জাহানের বাড়িতে এই ঘটনা ঘটে।

মৃত নুরুন নবী ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী থানার ফিরোজ আলমের ছেলে। সে তেঁতুলঝোড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

নিহতের ভাই শাকিব জানাযন, গেল বছর নুরুন নবীকে একটি দামি মোবাইল ফোন কিনে দেওয়া হয়, কিন্তু গত দুদিন আগে তার মুঠোফোনটি হারিয়ে ফেলে। মুঠোফোনটি হারিয়ে যাওয়ায় নুরুন নবীর মন অনেক খারাপ ছিল বলে জানান তিনি। 

অপরদিকে মৃতের মা জানান, দুপুরে একসাথে খাবার খেয়ে অন্য রুমে ঘুমিয়ে পড়েন তিনি। বিকেলে ঘুম থেকে উঠে নুরুন নবীর রুমে গিয়ে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে স্থানীয়দের মনে সন্দেহ বিরাজ করছে।

এ বিষয়ে সাভার থানার এসআই এখলাস উদ্দিন বলেন, আমরা লাশটিকে উদ্ধার করেছি, ময়নাতদন্তের বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নেব।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি