শালিস বৈঠকে ইউপি সদস্যকে কুপিয়ে জখম
প্রকাশিত : ১০:০৯, ২০ জানুয়ারি ২০২২ | আপডেট: ১০:২৯, ২০ জানুয়ারি ২০২২
নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়নে একটি শালিসী বৈঠক চলাকালে আজাদ হোসেন আরজু (৩৫) নামের এক ইউপি সদস্যকে (মেম্বার) কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। এসময় তাদের হামলায় আহত হয়েছে আরও ৭ জন।
বুধবার রাতে আব্দুল্যাহ মিয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত আরজু মালিপাড়া গ্রামের ইউপি সদস্য।
স্থানীয় ইউপি সদস্য জাকের হোসেন জানান, গত রোববার দুপুরে অশ্বদিয়া ইউনিয়নের তিন ভাইয়ের দোকানের ৫-৬ জন যুবক আব্দুল্যামিয়ারহাট পশ্চিম বাজারে আসে। এসময় তাদের বড় ভাই না বলায় সাবেক ইউপি সদস্য আমিন উল্যার ছেলে জামির উদ্দিন কছিকে মারধর করে তারা।
এ ঘটনায় বুধবার সন্ধ্যায় মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের হল রুমে শালিসী বৈঠক বসে।
বৈঠকের শেষ পর্যায়ে দেশিয় অস্ত্র নিয়ে বাদী ও শালিসদারদের ওপর অর্তকিত হামলা চালিয়ে ইউপি সদস্য আজাদ হোসেন আরজু সহ দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় আরও ৭ জনকে পিটিয়ে আহত করা হয়।
গুরুত্বর অবস্থায় আরজু মেম্বারসহ আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।
এএইচ/
আরও পড়ুন