ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টাকায় মেলে কোভিড নেগেটিভ সনদ (ভিডিও)

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৮, ২০ জানুয়ারি ২০২২ | আপডেট: ১২:১০, ২০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

টাকায় মেলে করোনা নেগেটিভ সার্টিফিকেট। এই অভিযোগ দর্শনা চেকপোস্টের স্বাস্থ্যবিভাগের কর্মীদের বিরুদ্ধে। ভারত থেকে পজিটিভ হয়ে আসা রোগীরা রাতারাতি পেয়ে যাচ্ছেন নেগেটিভ সার্টিফিকেট। শুধু তাই নয়, পরীক্ষা ছাড়াই দেয়া হচ্ছে সনদ। ঘটনা জানাজানি হওয়ার পর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

দর্শনা চেকপোস্টে অস্থায়ী এই বুথে করোনা পরীক্ষা করা হয় ভারত থেকে আসা যাত্রীদের। তবে বেশ কয়েকটি থেকেই অভিযোগ উঠেছে, এই বুথে টাকায় মেলে করোনা সনদ। 

যাত্রীদের নমুনার পরীক্ষায় পজিটিভ আসলেও দেড়শ’ টাকা দিলে মিলে যায় নেগেটিভ ছাড়পত্র। যাত্রীয়রাই জানান এ অনিয়মের কথা।

এক যাত্রী জানান, ‘আসার পরে টেস্ট করালাম, পরে তারা বলে পজিটিভ এসেছে। বললাম ৫০ টাকা দিচ্ছি ব্যবস্থা করে দেন, তারপর বলে ঠিক আছে আর একশ’ টাকা দেন ফের টেস্ট করতে হবে। ১শ’ টাকা দিলাম। নিয়ে ভেতরে গেল, এসে বলল টিক আছে হয়ে গিয়েছে।’

১৩ জানুয়ারি ভারত থেকে দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন রেখা রাণী সাহা। তিনিও জানান, পরীক্ষা ছাড়াই ১০০ টাকার বিনিময়ে পেয়েছেন নেগেটিভ সনদ। 

রেখা রাণী সাহা জানান, ‘১শ’ টাকা নিয়ে বললো চলে যান। কোন টেস্ট করেননি।’

অভিযোগের আঙ্গুল যাদের দিকে সেই দর্শনা চেকপোস্টের হেলথ স্ক্রিনিং বুথের দায়িত্বরত স্বাস্থ্য সহকারি বিষয়টি অস্বীকার করেছেন। 

হেলথ সহকারী শামীম খান বলেন, ‘আমি সম্পূর্ণভাবে এটা অস্বীকার করছি এবং এটার কোন প্রমাণ থাকলে দেখাতে হবে।’
   
এ অভিযোগের বিষয়ে সদুত্তর দিতে পারেননি দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট জামাত আলী।

টেকনোলজিস্ট জামাত আলী বলেন, ‘ভীড় হলে রশিদ দেওয়া অনেক সময় সম্ভব হয় না। আবার দু’একটা মিস ম্যানেজমেন্টও হয়ে থাকে।’

এই অনিয়ম প্রকাশ্যে আসার পর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আলাদা তদন্ত কমিটি গঠন করেছে।

দর্শনা চেকপোস্ট হেলথ স্ক্রিনিং বুথের মেডিক্যাল অফিসার ডা: তরিকুল ইসলাম বলেন, ‘আগে কি ঘটেছে বিষয়টি আমার জানা নেই। কোন কর্মকর্তা, কোন কর্মচারী এর সাথে জড়িত থাকতে পারে- সেটা তদন্তের রিপোর্ট আসলে বলতে পারব।’

দর্শনা সীমান্তে স্বাস্থ্যকর্মীদের অসাধু তৎপরতা বন্ধ করা না গেলে ওমিক্রনের হটস্পট হতে পারে চুয়াডাঙ্গা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি