ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় বাবাকে গলাকেটে হত্যা

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৯, ২০ জানুয়ারি ২০২২

রাজশাহীতে ছেলের বিরুদ্ধে বাবার গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় গলাকেটে হত্যার পর বাড়ির টয়লেটের সেফটিক ট্যাংকে বাবার লাশ ফেলে দেয় ছেলে।

বৃহস্পতিবার সকালে দামকুড়া থানা আসগ্রাম পাটনিপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ।  

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বাবা সাজ্জাদ হোসেন (৬৫)’র গলাকেটে হত্যার পর লাশ সেফটিক ট্যাংকে ফেলে দেয় বলে ছেলে স্বপন পুলিশের কাছে স্বীকার করেছেন। 

দামকুড়া থানার ওসি মাহবুব আলম জানান, মঙ্গলবার রাত থেকে সাজ্জাদ হোসেন নিখোঁজ ছিলেন। বুধবার রাতে তার ভাই আব্দুল হাদী থানায় সাধারণ ডায়রী করেন। এর সূত্র ধরে পুলিশ স্বপনকে জিজ্ঞাসাবাদ করে। পরে সে স্বীকার করেছে, বাবাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যার চেষ্টায় ব্যর্থ হলে গলাকেটে মৃত্যু নিশ্চিত করে। 

হত্যার পর লাশ বাড়ির টয়লেটের সেফটিক ট্যাংকে ফেলে দেয় ছেলে স্বপন।

হত্যাকারী স্বপনের স্বীকারোক্তির বরাদ দিয়ে ওসি আরও জানান, এক বছর আগে তার মা মারা যান। এরপর বাবা দ্বিতীয় বিয়ে করার জন্য চেষ্টা করছিলেন। দ্বিতীয় বিয়ে করলে সম্পত্তি ভাগ হয়ে যাবে এই আশঙ্কা থেকেই সে তার বাবাকে হত্যা করে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি