নবাবগঞ্জে ব্ল্যাক বেঙ্গল জাতের ‘ছাগলমেলা’ অনুষ্ঠিত
প্রকাশিত : ১৮:৪৫, ২০ জানুয়ারি ২০২২
ঢাকার নবাবগঞ্জে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ছাগলের মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলা উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রাণী সম্পদ দপ্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ও ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের ব্যবস্থাপনায় হাসপাতাল প্রাঙ্গণে অলোচনা সভা করা হয়।
এতে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু। প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
আলোচনা শেষে অতিথিবৃন্দ মেলায় প্রদর্শিত ব্ল্যাক বেঙ্গল জাতের বেশকিছু ছাগল ঘুরে ঘুরে দেখেন। অনুষ্ঠান শেষে পাঠা পালনকারী ও ছাগী পালনকারী দুই খামারীকে পুরস্কৃত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকির হোসেন, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও উপজেলার ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনকারী খামারীবৃন্দ।
এনএস//
আরও পড়ুন