মিরসরাইয়ে ডাকাত দলের ৯ জন আটক
প্রকাশিত : ১০:৪৯, ২১ জানুয়ারি ২০২২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে ডাকাতির মূলহোতা আন্ত:জেলা ডাকাত দলের চিহ্নিত ৯ সদস্যকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় মিরসরাই থানার সাড়াশি অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো- সীতাকুণ্ড উপজেলার মধ্যম সলিমপুর গ্রামের সেকানদার মিয়ার ছেলে মিজানুর রহমান (২৪), মিরসরাই উপজেলার পূর্ব হাইতকান্দি এলাকার রবিউল হোসেন এর ছেলে আরাফাত হোসেন রনি (২৩), চট্টগ্রামে ফি-ফোর্ট এলাকার মো. ওসমান এর ছেলে তুষার (২২), সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ছলিমপুর এলাকার ফরিদুল আলমের ছেলে মোঃ শহিদ (২৩), চট্টগ্রাম কালুশাহ এলাকায় মৃত বজলুল হকের ছেলে মো. বক্কর (২৬), বাক্ষ্মণবাড়িয়ার কসবা এলাকার জসিম উদ্দিনের ছেলে মোঃ মহসিন (২৩), ভাটিয়ারী হাতেম পাড়া এলাকার মোঃ রফিক এর ছেলে রবিউল হোসেন (২৪), কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় মো. ইউসুফ ছেলে রাকিব হোসেন (২০) ও লক্ষীপুরের চন্দগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাক ছেলে মাসুদুর রহমান (২৩)।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই, বারইয়ারহাট-সীতাকুন্ডে যারা প্রতিদিন গাড়িতে যাওয়া আসা করেন তাদের টার্গেট করতো ডাকাতের দল। সপ্তাহের শেষ কর্ম দিবস বৃহম্পতিবার ছুটিতে বাড়ি যাওয়া চাকরীজীবির চাপ থাকে। একারণে রাস্তায় গাড়ি এবং যাত্রীচাপ বেশি থাকায়। এ জন্য এই দিনেই বেশি ডাকাতির ঘটনা ঘটাত ওই চক্রটি।
আটকের পর ডাকাত সদস্যরা জানান, ব্যবসায়ী ও ব্যাংকারদেরই বেশি টার্গেট করতেন তারা।
মিরসরাই থানার ওসি মুজিবুর রহমান জানান, আমরা ইতিমধ্যে বেশকিছু ডাকাতকে আটক করেছি। শিগগিরই আরো ব্যাপক অভিযান পরিচালিত হবে। তবে জনগণকেও নিজ নিজ নিরাপত্তার চেষ্টা করার পরামর্শ দেন তিনি।
মিরসরাই প্রতিনিধি
আরও পড়ুন