ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪০, ২১ জানুয়ারি ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শুক্রবার সকালে পৃথক পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলায় পলাতক আসামী সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মাহবুল্যাপুর গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে আব্দুর রশিদ ও মীরওয়ারিশপুর ইউনিয়নের মীর আলীপুর গ্রামের জালাল আহম্মদের ছেলে জাহের। বেগমগঞ্জ থানার মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপালপুর ইউনিয়নের মহবুল্যাপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় হত্যা মামলায় দীর্ঘদিন যাবত পলাতক থাকা আসামী আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। পরে একই রাতে মীরওয়ারিশপুর এলাকায় অভিযান চালিয়ে পেনাল কোড ১৮৬০ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জাহেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে সেও দীর্ঘ দিন ধরে অজ্ঞাত স্থানে পলাতক ছিল।

র‌্যাব ১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, ‘‘সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেপ্তার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র‌্যাব। অপরাধীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।’’

এমএম/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি