ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ২২ জানুয়ারি ২০২২

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য খোরশেদ আলম বাবুল। এতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি জাকির মুহাম্মদ সজিব।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত আলী এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাজিদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনায় সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক রিপন হোসেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি