ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

পথশিশুদের মুখে হাসি ফোটালেন ‘আমরাই পাশে রংপুর’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ২২ জানুয়ারি ২০২২

ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরাই পাশে রংপুর’  এর উদ্যোগে পথশিশুদের মাঝে জ্যাকেট বিতরণ হয়েছে। শনিবার বিকেলে রংপুর নগরীর স্থানীয় সুমি কমিউনিটি সেন্টারে নগরীর ছিন্নমূল একশ' শিশুর মাঝে এই জ্যাকেট বিতরণ হয়।

জ্যাকেট পেয়ে রংপুরের শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশু আনন্দে মেতে উঠে। তাদের এই শীতের পোশাক তুলে দিয়েছে এই সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ‘আমরাই পাশে রংপুর’  প্রধান পৃষ্ঠপোষক ও জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমাস হোসেন।

তিনি বলেন, আমার স্বপ্ন রংপুর মহানগরীকে শিশুবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা। এই নগরে কোনো শিশু সুবিধাবঞ্চিত থাকবে না। সব শিশুই স্কুলে যাবে। সবাই পড়ালেখা করবে। শিশু হিসেবে তার মৌলিক সুযোগ-সুবিধা পাবে। একদিন এই স্বপ্ন পুরণ হবে।

এসময় বাংলার চোখ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় কমিটির কার্যকারী সদস্য সাইফুল ইসলাম সুইট বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, মানুষ মানুষের জন্য, জীবন-জীবনের জন্য, মানবতার এই মন্ত্রে দীক্ষিত হয়ে ‘আমরাই পাশে, রংপুর’ ফেসবুক গ্রুপের সদস্যরা সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে। এজন্য আমাদের গর্ব হচ্ছে। তারা প্রমাণ করেছে তারা আসলেই সুহৃদ, সুন্দর একটি হৃদয়ের অধিকারী। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তারা আজ অসহায়, অবহেলিত, সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাড়িয়ে শীতের নতুন জ্যাকেট বিতরণ করছে নিশ্চয় তারা প্রশাংসার দাবীদার।

আমরাই পাশে রংপুর গ্রুপের এডমিন আল আমীন সুমন (আকাশ খান) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তিনি বলেন, এই হাড় কাঁপানো শীত যতদিন থাকবে আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে। সকলের দোয়ায় আমরা প্রথম ধাপে একশ জনকে শীতের পোশাক দিতে পেরেছি। আমরাই পাশে রংপুর ফেসবুক গ্রুপের কর্মীদের উৎসাহ উদ্দীপনা দিয়ে আসছে। আমরাই পাশে রংপুর গ্রুপের এডমিনসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি