ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ধামইরহাটে বাইসাইকেল পেল ৭৫ গ্রাম পুলিশ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৯, ২২ জানুয়ারি ২০২২

এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক প্রতিরোধে দায়িত্ব পালনের জন্য নওগাঁর ধামইরহাটে উপজেলার ৮টি ইউনিয়নের ৭৫ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল। 

ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই বাইসাইকেল বিতরণ করেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি। 

এই উপলক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এসিল্যান্ড সিব্বির আহমেদ, সরকারী এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, নব-নির্বাচিত উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা, প্রশাসনিক কর্মকর্তা তরুন চন্দ্র কবিরাজ, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আনজুয়ারা বেগম, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, একরামুল হোসেন বক্তব্য রাখেন।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি