ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিখোঁজের ৮ দিন পর হলুদের ক্ষেতে মিলল চালকের মরদেহ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৬, ২৩ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নওগাঁর মহাদেবপুরে নিখোঁজের ৮ দিন পর হলুদের ক্ষেত থেকে মহসিন আলী (২২) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনায় শনিবার বিকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পিতা। এর আগে শুক্রবার রাতে উপজেলার হোসেনপুর গ্রামের একটি হলুদের ক্ষেত থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত মহসিন আলী উপজেলার রাইগাঁ ইউনিয়নের আতুড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। এই ঘটনায় পর ভাড়ায় চালিত ইজিবাইকটি উদ্ধার করা যায়নি।

নিহতের ভগ্নিপতি মইনুল ইসলাম জানান, আমার শ্যালক মহসিন আলী অন্যের ব্যাটারী চালিত ইজিবাইক চালিয়ে সংসার চালাত। গত ১৩ জানুয়ারি দুপুর ১২টার দিকে তার সাথে মোবাইলে ফোনে কথা হলে সে জানায় ইজিবাইক নিয়ে ভাড়ায় যাচ্ছে। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে আবার কথা হলে মহসিন জানায় পত্নীতলা উপজেলার নজিপুর বাজারে আছি। 

এরপর থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক স্থানে খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি, জানান মইনুল। তার ধারণা, ছিনতাইকারী চক্র তাকে হত্যা করে ব্যাটারী চালিত ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে।

গত ২১ জানুয়ারি রাতে ঘটনাস্থলে অর্ধগলিত মরদেহ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে সেই মরদেহ মহসিনের বলে শনাক্ত করা হয়।

এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ। 

এদিকে লুন্ঠিত ইজিবাইক উদ্ধার ও ঘটনাটি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি